তথ্য-প্রযুক্তি , প্রযুক্তি সংবাদ
বিদেশে এখন
0

মালিকানা বিক্রি না করলে টিকটকের ওপর নিষেধাজ্ঞার হুমকি

রোববার নাগাদ মালিকানা বিক্রি না করলে যুক্তরাষ্ট্রজুড়ে নিষেধাজ্ঞার সম্মুখীন হবে টিকটক। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে শঙ্কার মুখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যৎ। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। বিশ্লেষকদের ধারণা, টিকটক বিক্রির জন্য বাইটড্যান্সকে আরো ৯০ দিন সময় দিতে পারে ট্রাম্প প্রশাসন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। মার্কিন নাগরিকদের অর্ধেকই ব্যবহার করেন চীনা এই অ্যাপ। তবে মাত্র ২ দিন পর থেকে যুক্তরাষ্ট্রে নিজেদের সমস্ত কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে টিকটক। নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক টিকটক বন্ধ করা হবে না, বাইডেন প্রশাসনের কাছ থেকে এমন আশ্বাস না পেলে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার নাগাদ টিকটকের মালিকানা বিক্রি করতে হবে অন্যথায় সম্মুখীন হতে হবে নিষেধাজ্ঞার। শুক্রবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে এমন আইন বহাল রাখার পরই ঘোষণাটি এলো।

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করে চীনে সরবরাহ করছে টিকটক, এই অভিযোগে গেল বছর কংগ্রেসে টিকটক সম্পর্কিত একটি আইন পাস হয়। যেখানে বলা হয়, বাইটড্যান্সকে তার মালিকানা মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। অন্যথায় দেশজুড়ে নিষিদ্ধ হবে এর কার্যক্রম।

বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও বিদায়ী প্রেসিডেন্ট জানান, টিকটকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাম্প নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন। ট্রুথ সোশ্যালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। যাকে স্বাগত জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

টিকটকের সিইও শোই জি চেও বলেন, ‘যুক্তরাষ্ট্রে টিকটককে সচল রাখার বিষয়ে আমাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। এটি সেন্সরশিপের বিপক্ষে ও সংবিধানের প্রথম সংশোধনীর পক্ষে শক্ত অবস্থান।’

বিশ্লেষকদের ধারণা, আপাতত আইন স্থগিতে টিকটককে বিশেষ সুবিধা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মালিকানা বিক্রির জন্য বাইটড্যান্সকে আরো ৯০ দিন সময় দিতে পারে নবনিযুক্ত প্রশাসন। তবে টিকটক বন্ধের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত মার্কিনরা।

মার্কিনিদের একজন বলেন, ‘অনেকেই টিকটক ব্যবহারে উপকৃত হচ্ছেন। তাই বন্ধের সিদ্ধান্তে উপকারের বদলে অপকার হতে পারে।’

আরেকজন বলেন, মেটার সকল মাধ্যম আমাদের প্রতিনিয়ত অনুসরণ করছে। তাদের বেলায় সমস্যা হচ্ছে না। তাই টিকটক বন্ধে এমন অজুহাত দেয়া সম্পূর্ণ নিরর্থক।’

জর্জ টাউন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক অনুপম চন্দর বলেন, ‘প্রেসিডেন্ট ৯০ দিন বর্ধিত করতে পারেন। এতে প্রতিষ্ঠানটি মালিকানা বিক্রির জন্য আরো ৯০ দিন পাবে। ক্রেতা পক্ষের সঙ্গে আলোচনার জন্য এই সময় কাজে দিবে।’

এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে টিকটকের পাশাপাশি আলোচনা হয় ফেন্টানিল ড্রাগ ও বাণিজ্য নিয়ে।

ইএ