প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ট্রাম্পের নির্বাহী আদেশে টিকটক নিষেধাজ্ঞা ৭৫ দিন পেছালো

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা অন্তত ৭৫ দিন পিছিয়ে দিয়ে একটি নির্বাহী আদেশ সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি টিকটককে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য আরো সময় দিলো। এনগ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বাইডেনের মেয়াদের শেষ মুহূর্তে টিকটক নিষিদ্ধ বা মালিকানা বিক্রির আইনটি কার্যকর হওয়ায় এটি পর্যালোচনার জন্য বেশি সময় পাননি ট্রাম্প। যে কারণে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে এই অ্যাপের প্রভাব পর্যালোচনা করা তার পক্ষ সম্ভব হয়নি।

নিরাপত্তা ইস্যু মোকাবেলার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি মার্কিন ব্যবহারকারীদের ডাটা ওরাকল সার্ভারে সরিয়ে নিয়েছে টিকটক। তবে এই আলোচনা গত বছর স্থগিত হয়ে গিয়েছিল।

এদিকে ট্রাম্প এক যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ শতাংশ অংশীদারত্ব চাইছেন। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে সমঝোতায় চুক্তি ন্যায্যতা থাকলে টিকটককে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে চালু রাখার ব্যাপারে খোলাখুলি মত দিয়েছে চীন। যদিও ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন টিকটক নিষিদ্ধ করার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। তবে এবার মত পাল্টে যাবার কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, কারণ তিনি নিজেই এখন টিকটক প্লাটফর্মটি ব্যবহার করছেন। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা আবারো চালু হয়েছে।



এএম