প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

টিকটকের মতো ‘ট্রেন্ডিং ভিডিও’ ফিচার চালু করল ব্লুস্কাই

টিকটকের ভার্টিক্যাল ভিডিও ফরম্যাটের মতো ‘ট্রেন্ডিং ভিডিও’ নামে একটি নতুন ফিচার চালু করেছে ব্লুস্কাই। ফিচারটি ব্লুস্কাই অ্যাপের মোবাইলে এক্সপ্লোরার ট্যাবে যুক্ত করা হয়েছে। সম্প্রতি এনগ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শর্ট ভিডিও দেখার পাশাপাশি পছন্দের ভিডিও ফিড থেকে হোম স্ক্রিনে পিন করে রাখতে পারবেন।

ব্লুস্কাই জানিয়েছে, এ ফিচারে টিকটকের বিকল্প তৈরি করতে একটি প্রোটোকল ব্যবহার করেছে। এছাড়া এতে টিক, ব্লুস্ক্রিন এবং স্কাই লাইট প্রোটোকল ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মাইক্রোব্লগিং সাইট এক্সও সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকটকের নিষেধাজ্ঞার ইস্যুকে পুঁজি করে নিজস্ব ভিডিও ফিচার চালু করছে।

এএম