দেশে এখন
0

ছুটির দিনে শপিংমল-দোকানপাটে ক্রেতাদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিনে শপিংমল ও দোকানপাটে ভিড় করছেন ক্রেতারা। কারফিউ শিথিলের সময় বাড়ায় ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় ব্যবসায়ীরা।

আজ (শুক্রবার, ২৬ জুলাই) ছুটির দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে ১০টা নাগাদই খুলতে শুরু করে রাজধানীর শপিংমলগুলো। ধীরে ধীরে বেলা বাড়তে থাকলে বাড়ে ক্রেতা সমাগমও।

গত সপ্তাহের বেশ কয়েকদিন শপিংমল বন্ধ থাকায় দরকারি কেনাকাটা সারতে পারেননি অনেকেই। তাই দিনের ৯ ঘণ্টা ধরে এই সীমিত সময়ে অনেকেই ভিড় করছেন বসুন্ধরা সিটি শপিংমল ও নিউমার্কেট এলাকায়।

ক্রেতারা বলেন, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। অনেক কেনাকাটা করতে হবে, সে তুলনায় শিথিলের সময়টা কম হয়ে গেছে। পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো মনে হচ্ছে।

তবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে অফিস-আদালতের পাশাপাশি শপিংমল বন্ধ থাকায় বেশ লোকসানের মুখে পড়েছেন তারা। তবু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে এবং জনমনে স্বস্তি ফিরলেই কেবল এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব।

তারা বলেন, আমাদের ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। আমাদের স্টাফদের যাতায়াত খরচটাও বিক্রি করতে পারতেছি না। প্রয়োজন ছাড়া কেউ এখন মার্কেটে আসছে না

এছাড়াও রাজধানীর শপিংমলের বাইরে ফুটপাতে যেসব দোকানপাট রয়েছে সেগুলোর বেশিরভাগ বন্ধ দেখা গেছে।

এভিএস