আবারও চেনা রূপে ফিরেছে সায়েদাবাদ বাস টার্মিনাল। যাত্রী নিতে পরিবহন শ্রমিকদের মাঝে দেখা যায় ব্যস্ততা। সবারই গন্তব্যে পৌঁছনোর তাড়া।
মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে চলতে শুরু করে বাস। টার্মিনালে বাড়তে থাকে যাত্রী সংখ্যা। কারফিউ শিথিলের সময় টার্মিনালে ভিড় বাড়ে কয়েকগুণ। স্বল্প দূরত্বের সাথে পাল্লা দিয়ে বাড়ে দূরপাল্লার যান চলাচল। কাউন্টারের পাশাপাশি হাতে হাতেও বিক্রি হয় টিকিট।
একজন যাত্রী বলেন, ‘চারদিন পর বাসা থেকে বের হয়েছি। আজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরিস্থিতি একন মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে সেজন্য বাড়ির দিকে যাচ্ছি।’
এর মধ্যে জরুরি প্রয়োজন কিংবা বেড়াতে এসে ঢাকায় আটকাপড়া যাত্রীর সংখ্যা বেশি। গন্তব্যে ফিরতে পেরে স্বস্তিতে তারা। তবে বেশি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে।
একজন বাসযাত্রী বলেন, ‘১৬ জন মানুষ আমরা একজায়গায় আটকা পড়েছি। এখন ফাঁকা পেয়েছি সেজন্য আজ চলে যাচ্ছি। আজ বাড়ির পথে যাচ্ছি, এজন্য অনেক ভালো লাগছে। তবে ভাড়া অনেক বেশি নিচ্ছে।’
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আগের ভাড়ায় চলছে টিকিট বিক্রি। যাত্রীচাপ বাড়লেই বাড়বে ট্রিপের সংখ্যা।