১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার এক একর জমিতে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনালটি। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে।
যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধুলোবালিতে একাকার বাসস্ট্যান্ড এলাকা। খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। বাসস্ট্যান্ড চত্বরে পানি জমে যাওয়ায় বাস থামাতেও পড়তে হয় সমস্যায়।
অভ্যন্তরীণ ৮টি রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ঢাকার সংঙ্গে ২২টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এ টার্মিনাল থেকে। প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের বেহালে ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
পৌরসভার প্রশাসন বলছে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন বলেন, আমাদের একটি প্রকল্প রয়েছে। সেখানে আধুনিক বাসস্ট্যান্ড কাম মার্কেট তৈরির প্রস্তাবনা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই। অতি শিগগিরই আমরা প্রকল্প শেষ করতে পারবো।’
দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও, পিছিয়ে ঝালকাঠি। যাত্রী ভোগান্তি বিবেচনায় দ্রুত পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর।