দেশে এখন

কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৬ জুলাই) এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন তারা।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, 'বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে।'

তিনি বলেন, ‘বাংলাদেশ কিংবা বিশ্বের যেকোনো দেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার অধিকার রয়েছে। তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করুন।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর