আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচনে কমিশন সচিবালয়ে প্রবেশ করেন। ইসি সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।
হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে তাদের। ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা৷ যেখানে ২০২২ সালে ব্যয় ছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা।
২০২৩ সালে আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের বছরের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা। বর্তমানে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা।
আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়ার পর আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, '২০২৩ সালের জানুয়ারিতে আমাদের আওয়ামী লীগের তহবিলে ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা ছিল। আর সেবছর আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকা। এর মধ্যে দলের সদস্যদের মাসিক চাঁদা থেকে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা, মেঘনা ব্যাংক থেকে ১ কোটি ১ লাখ টাকা অনুদান পাওয়া গেছে। নির্বাচনে নমিনেশন ফর্ম বিক্রি করে আয় হয়েছে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।'