দেশে এখন
0

আ.লীগের নিবন্ধন বাতিলে পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আগামী সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সংগঠন ইনকিলাব মঞ্চ।

আজ (রোববার, ২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগেই কাকরাইল মসজিদের পুলিশ বাধা দিলে সেখানে বসেই অবস্থান নেন মঞ্চের নেতারা।

এ সময় সকল জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের তিন দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

জুলাই যোদ্ধা পাঁচ শিক্ষার্থীকে হত্যায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি লিখিত আকারে প্রধান উপদেষ্টা বরাবর জমা দেন তারা। বিকেল পৌনে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ইনকিলাব মঞ্চের তিনটি দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। পরে কাকরাইল মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

এএম