আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) সকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এসময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন।
এর আগে আদালতের নির্দেশে গত ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান ও গোলাম দস্তগীর গাজীসহ ১৩ জনকে।
এর বাইরে নতুন করে আরো তিনজন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হয়।