রাজনীতি
0

'আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার দেশের মাটিতে করা হবে'

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 'দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ছিল একটি কারাগারের মধ্যে, কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দি ছিল। কারও কথা বলার কোনো অধিকার ছিল না। বিচার না পাওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ চালু করে গেছে, এখন বিচার পাওয়ার সময় এসে গেছে। আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার এ দেশের মাটিতে হবে।'

আজ (রোববার, ২২ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'হাসিনা লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা যত টাকা পাচার করেছে এটাতো ঋণের টাকা, এই ঋণের টাকা বাংলাদেশের ২০ কোটি মানুষকে শোধ করতে হবে। যে ঋণ শত বছর ব্যাপী পরিশোধ করলেও শেষ হবে না।'

উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল কায়েস।

এসএস