শিক্ষা
দেশে এখন
0

বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। সেখানে বহু স্কুল-কলেজ ডুবে গেছে। আবার ঘরবাড়ি ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।

পরীক্ষায় অংশ নেয়ার মতো পরিস্থিতিতেও নেই শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানানো হবে। একই সঙ্গে আবারও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে।

উল্লেখ্য, ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সিলেটসহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে কয়েকলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীসহ বেশকিছু নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।