রাজধানীর উত্তর পশ্চিমে আভিলা শহরে ভারি যন্ত্রপাতির সাহায্যে নদী কেটে বন্যার পানি সরাচ্ছে প্রশাসন। বন্যার্তদের সহযোগিতা করছে সেনাবাহিনী। বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়; ডুবে গেছে কৃষি জমি।
বাসাবাড়ি থেকে পানি সরানোর চেষ্টায় ব্যস্ত এলাকাবাসী। মৌসুমের তৃতীয় বন্যায় স্পেনে দীর্ঘ খরার অবসান ঘটলেও কমেছে পর্যটক।
ধারণক্ষমতার বেশি পানি মজুতের ফলে খুলে দেয়া হয়েছে দেশের বেশিরভাগ বাঁধ।