কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশে এখন
0

জুনিয়র ইন্সট্রাক্টর পদে কোটা বাতিল করাসহ ৬ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ষোলশহর মোড় ও ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। এসময় সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন।

আটকা পড়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় ক্রাফট ইন্সট্রাকটরদের ৩০ শতাংশ কোটা বহাল রেখে আদালত দেয়া রায় অবিলম্বে বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

একই দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।

বেলা ১১টার দিকে ব্যানার হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল শুরু করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

এছাড়া সিলেটে সিটি করপোরেশনের চত্বরে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এরপর বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি জমা দেন শিক্ষার্থীরা।

ইএ