ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিদেশে এখন
0

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তার ও কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা। রাজধানী আঙ্কারায় বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ইমামোলুর সঙ্গে অন্যায় হয়েছে।

ন্যায়বিচারের দাবিতে এখানে জড়ো হয়েছেন তারা। এদিকে তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের হাতে আটক হওয়াদের ছাড়িয়ে নিতে আদালতের বাইরে ভিড় করছেন স্বজনরা।

ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে গেল ১৯ মার্চ থেকে বিক্ষোভে নেমেছেন দেশটির সর্বস্তরের সাধারণ মানুষ।

বিরোধী দল বরাবরই বলে আসছে, সামনের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে রাস্তা থেকে সরাতেই নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন।

ইএ