গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পিএসসি আয়োজিত এ পরীক্ষায় দেশের ৮ বিভাগের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। ২০০ নম্বরের এ পরীক্ষা ২ ঘণ্টা সময় ধরে চলে। সকাল ১০টায় শুরু হয়ে এদিন দুপুর ১২টায় শেষ হয় পরীক্ষা।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৬তম প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪২৫ জন।
চলতি বছর বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) মোট পদ রয়েছে ৩ হাজার ১৪০টি। এই নিয়োগে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডার। তার পরে রয়েছে শিক্ষা ক্যাডার।
যেভাবে দেখা যাবে ফল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল।
এছাড়া টেলিটকের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। আর সেজন্য PSC