দেশে এখন
0

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন

জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) আবেদন ফি ২'শ টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি ২০০ টাকার বেশি নেয়া হবে না। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান সচিব।

সচিবালয়ে আজ ( বুধবার, ৪ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ‌বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বরের সিদ্ধান্ত হয়েছে।'

মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি অন্যান্য চাকরির আবেদন ফি ২শ’ টাকার বেশি হবে না। তবে প্রতিবন্ধীদের কোনো আবেদন ফি লাগবে না।’

এর আগে সোমবার (২ ডিসেম্বর) বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর কথা জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আসু