দেশে এখন
0

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (শুক্রবার, ৩মে)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর এদিনে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। ‘‌গ্রহের জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ এবারের প্রতিপাদ্য বিষয়।

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে এর জন্য সুপারিশ করা হয়েছিল। এরপর থেকে সারা বিশ্বের সংবাদকর্মীরা দিবসটি পালন করে আসছে।

প্রতি বছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। তারা ২০০২ সাল থেকে এ সূচক প্রকাশ করছে।

সংস্থাটির গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে একধাপ পেছায় বাংলাদেশ। এতে অবস্থান দাঁড়ায় ১৬৩তম। যেখানে বাংলাদেশের স্কোর ছিল ৩৫ দশমিক ৩১।

ইএ