আজ সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করে বলছে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হওয়ার পর আগামী মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।
এর আগে এক পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আমাদের গাণিতিক মডেল বিশ্লেষণ অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের কিছু অংশে প্রত্যাশিত বৃষ্টিপাত হলেও মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ এবং দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারাদেশে চলমান তাপপ্রবাহ হৃাসের সম্ভাবনা কম রয়েছে।
সারাদেশে তাপপ্রবাহ বিস্তার লাভ করেছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে বলে জানান আবহাওয়াবিদ একে এম নাজমুল হক।
তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'
এছাড়া ঢাকাসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় পরের মাসের শুরুতে অর্থাৎ ৩ মে পর থেকে সারাদেশে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
দেশে গত ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ রয়েছে। এ অবস্থা পরবর্তী মাসজুড়েও অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।
এরই মধ্যে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ অব্যাহত থাকার ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবার। তবে এই সময় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।