তবে ভ্রাম্যমাণ আদালত টিমের উপস্থিতি বুঝতে পেরে আগেই গুদাম থেকে মালিক আজিজুল ইসলাম কৌশলে পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী বলেন, 'বিষাক্ত কেমিক্যাল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে বাজারজাতের খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিকে সাথে নিয়ে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৪শ' কেজি আম জব্দ করা হয়।'
পরবর্তীতে স্থানীয় লোকজন, জনপ্রতিনিধিসহ সবার সামনে আমগুলো গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।