নিহতরা হলেন সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের বাসিন্দা জয় ও অপরজন তার বন্ধু মাছখোলা এলাকার বাসিন্দা তানজিমুল হাসান সিহাব।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে দু’জন মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে আসছিল। এসময় দ্রুত গতির মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।