দেশে এখন
0

বৈদেশিক মুদ্রাসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো বিএসএফ

মিক্সার গ্রাইন্ডারের ভেতর থেকে ৯৩০০০ মার্কিন ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রাসহ দুই বাংলাদেশি যাত্রীকে গ্রেফতার করল বিএসএফ।

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বিএসএফ গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। দক্ষিণবঙ্গের সীমান্ত ফাঁড়ি গেদের ৩২ ব্যাটালিয়ন এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন দত্ত শঙ্কর কুমার এবং ওয়ালিদ মেহেদী রাশাল। এসময় তাদের কাছে বিভিন্ন দেশের অবৈধ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। তাদের কাছ থেকে ৯৩০০০ হাজার আমেরিকান ডলার, ৭০০ অস্ট্রেলিয়ান ডলার, ১৮৯০ ইউরো, ২০০ নিউজিল্যান্ড ডলার, ২৫০০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ৭৯০০ সৌদি রিয়াল এবং ৫২১১২ বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

জব্দকৃত বৈদেশিক মুদ্রার মূল্য প্রায় ৮২ লাখ রুপি। তারা মিক্সার গ্রাইন্ডারে লুকিয়ে এ বৈদেশিক মুদ্রা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে জানা যায়।

আটককৃত শংকর কুমার দত্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপালপুর এলাকা এবং ওয়ালিদ মেহেদী রাশাল চাঁদপুর জেলা শহরের উকিল পাড়া হড়োদয়াল রোডের বাসিন্দা।

বিএসএফের মুখপাত্র সূত্রে জানা যায়, মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি যাত্রীর অবৈধ বিদেশি মুদ্রা বহন করার বিষয়ে তথ্য পেয়ে রেলওয়ে পুলিশের সাথে বিএসএফ ট্রেনটিতে অভিযান শুরু চালায়। ট্রেনটি গেদে রেলওয়ে স্টেশনে আসা মাত্রই তারা ট্রেনটি ঘিরে ফেলে। এরপর সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। তারা মুদ্রাগুলো একটি মিক্সার-গ্রাইন্ডার মেশিনের বডিতে লুকিয়ে রাখার কথা স্বীকার করে।