দেশে এখন
0

সারাদেশে হিট স্ট্রোকে ৮ জনের মৃত্যু

সারাদেশে তীব্র দাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। রোববার (২১ এপ্রিল) সাত জেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন।

উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়িতে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামে আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিট স্ট্রোকে মারা গেছেন। নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। তিনি ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

তীব্র গরমে নরসিংদীর মাধবদীতেও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সাফকাত জামিল (৩২) নামের একজন কাপড় ব্যবসায়ী মারা গেছেন।

ভুট্টার ক্ষেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আলাউদ্দিন আলী (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সিলেটের দক্ষিণ সুরমায় হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।

এদিকে মেহেরপুর ও শরীয়তপুর জেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একজন করে মারা গেছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর