পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

চলতি সপ্তাহে সিলেট ও ময়মনসিংহে গুড়িগুড়ি বৃষ্টির আভাস

৭ থেকে ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগপর্যন্ত আগামী ৩ দিন সারাদেশের শীতের প্রকোপ কিছুটা সহনীয় থাকবে।

আজ (শনিবার, ৪ জানুয়ারি) বিশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ৯ জানুয়ারি থেকে পুরো মাস বাড়বে শীতের প্রকোপ। কোনো কোনো অঞ্চলে বইবে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদরা বলছেন, রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির পার্থক্য হলে শৈত্যপ্রবাহ থাকলেও অনুভব কম হয়। যেসব এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে হিসেবে গত কয়েক দিনের তুলনায় আজ শীতের প্রকোপ কম।

উত্তরাঞ্চলে আজ তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গত কয়েক দিনের ঘন কুয়াশা ও শীতের প্রকোপ কাটিয়ে আজ সকালে রোদের দেখা পেয়েছে ঢাকাবাসীও।

এএইচ