আজ (মঙ্গলবার, ৯ এপ্রির) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান তারা।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বৈঠক শেষে তিনি বলেন, 'দেশের সব জেলার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়গুলোর তথ্য অনুযায়ী আজকে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। সে জন্য আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এবং ১১ এপ্রিল থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।'
আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এদিকে মঙ্গলবার সৌদি আরব ও মালেয়শিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল (বুধবার, ১০ এপ্রিল) ঈদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশ দু'টির সরকার। এতে করে সৌদি আরবে ৩০টি ও মালেয়শিয়ায় ২৯টি রোজার পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর।