ধর্ম
দেশে এখন
0

জিলহজের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা

আগামী ১৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ (শুক্রবার, ৭ জুন) রাত ৯টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, রংপুরের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কমিটি।

চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর