শুক্র ও শনিবারসহ আগামী ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আযহার ৬ দিন ও দুর্গাপূজায় দু’দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।
আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ছুটিতে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।