দেশে এখন
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী ছাড়ছে মানুষ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যাত্রীদের ট্রেনযোগে ঢাকা ছাড়তে দেখা যায়। এদিন সকাল থেকেই ঘরমুখো মানুষ কমলাপুর স্টেশনে আসতে থাকেন।

এদিকে এবার অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট দেয়া হয়েছে। তাই কাউন্টারগুলোর সামনে যাত্রীদের কোনো ভিড় ছিলো না। তবে যাত্রীরা ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট কাটতে পারছেন।

আর ঈদযাত্রা নিরাপদ করতে কমলাপুর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া কেউ প্লাটফর্মে প্রবেশ করতে পারছেন না। এতে করে রেলস্টেশনে আগের মতো ভিড়ও চোখে পড়েনি।

যাত্রীরা বলছেন, এবছর নিরাপত্তাসহ স্টেশনের সার্বিক পরিবেশ ভালো লাগছে। এক যাত্রী বলেন, ‘এবার রেলস্টেশনে তেমন ভিড় নেই। পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগছে।’

আজ রেলস্টেশনে যাত্রী চাপ স্বাভাবিক ছিল। কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। আর ‘টিকিট যার, ভ্রমণ তার’ কর্মসূচি বাস্তবায়নে এবার তিনবার চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘চলতি পথে কোনো ট্রেনে সমস্যা হলে জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে।’

ট্রেনে এখনও তেমন চাপ না থাকলেও ঈদের দুই-তিন দিন আগে থেকে বাড়তি চাপের শঙ্কা প্রতিবারই থাকে। এবার সেই চাপ সামাল দিতে রেলওয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে জানান ঢাকা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

এবারের ঈদ যাত্রায় ৪২ জোড়া আন্তঃনগরসহ মোট ৬৭ জোড়া ট্রেন প্রতিদিন যাত্রী সেবায় রাখা হয়েছে। অতিরিক্ত যাত্রী চাপ মাথায় রেখে আরও ৮ জোড়া ঈদ স্পেশাল ট্রেন রাখা হয়েছে। যা শুক্রবার (৫ এপ্রিল) থেকে ধারাবাহিকভাবে চালু করা হবে।

এওয়াইএইচ