দেশে এখন
0

এক বছরে রেলে আমদানি করা হবে ৮শ' বগি: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের সক্ষমতা বাড়াতে রেলের বগি আমদানি করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশি যাত্রী পরিবহন সম্ভব হবে। এক বছরে রেলে রেলে আসন সংখ্যা বাড়াতে আমদানি করা হবে ৭'শ থেকে ৮'শ বগি।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঈদ উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘ঈদকে ঘিরে সার্বিক প্রস্ততি নেয়া হয়েছে।’

রেলের কেনাকাটা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আটকের বিষয়ে বলেন, ‘রেলে দুর্নীতি থাকবে না। কেনাকাটায় যে দুর্নীতি থাকে সেটা খেয়াল রাখছি।’

রেলমন্ত্রী বলেন, ‘শিডিউল বিপর্যয় রোধে বিভিন্ন পয়েন্টে লোকোমোটিভ আছে। কোথাও কোন যান্ত্রিক ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে ঠিক করা হবে।’

এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আজ বুধবার রাজধানীর কমলাপুর স্টেশন থেকে আগাম টিকিট কাটা লোকজনের ট্রেনযোগে বাড়ি ফেরা শুরু হয়েছে। স্টেশনের পরিবেশ ও শিডিউল বিপর্যয় না থাকায় আনন্দিত যাত্রীরা।

এদিকে এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেয়া হয়েছে। তবে যাত্রীরা স্ট্যান্ডিং টিকেট কাটতে পারছেন ২৫ শতাংশ। এদিকে কমলাপুর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে কেউ প্রবেশ করতে পারছেন না। এতে স্টেশনে আগের মতো ভিড়ও নেই।