রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের সক্ষমতা বাড়াতে রেলের বগি আমদানি করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশি যাত্রী পরিবহন সম্ভব হবে। এক বছরে রেলে রেলে আসন সংখ্যা বাড়াতে আমদানি করা হবে ৭'শ থেকে ৮'শ বগি।