দেশে এখন
0

সাড়ে ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সুপারবোর্ড কারখানার আগুন

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়ার টি কে গ্রুপের সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৪ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিন দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুনের সূত্রপাতের বিষয়ে জানা যায়নি। এখন পর্যন্ত কোন হতাহতের খবরও জানা যায়নি।

দাউদাউ করে জ্বলছে রাবারবোর্ড কারখানার আগুন। ছবি: এখন টিভি

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা কারখানাটি টি কে গ্রুপের এসএফএলএল ফ্যাক্টরির গোডাউন। এই গোডাউনে রয়েছে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি।

আগুন নিয়ন্ত্রণে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি, গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের দুটি, সোনারগাঁও ফায়ার স্টেশনের দুটি, আদমজী ফায়ার স্টেশনের দুটি, ডেমরা ফায়ার স্টেশনের দুটি- সব মিলিয়ে এই ১০টি ফায়ার স্টেশন কাজ করছে।

পরে আরও দুটি ইউনিট অগ্নি নির্বাপনে যুক্ত হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর