দেশে এখন
0

চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রামে কর্ণফুলী থানাধীন এলাকায় এস আলম গ্রপের চিনি পরিশোধনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মার্চ) বিকালে মৌজারটেকে অবস্থিত এই চিনির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার কর্মীরাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। এরই মধ্যে কারখানার আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে কারখানার ভেতরে আগুন দেখতে পাই। এরপরই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।