সূত্র জানায়, শনিবার (২ মার্চ) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বিমানবন্দরে অবতরণ করেন মো. শফিকুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে হাইপ্রেশার কার ওয়াশারের ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৪০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
পরে একই কায়দায় লুকিয়ে রাখা আরও ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ মো. মোরশেদ নামের আরেক যাত্রীকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা জানান, দুই যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো পাচারের কাজে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।