দেশে এখন

বরিশালে দুই গরুকে পুড়িয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খামারে আগুন দিয়ে দুই গরুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দগ্ধ হয়েছে আরও দুটি।

পুলিশ জানায়, চরমেঘা গ্রামের আবদুল মালেক সিকদার মেঘনা নদীর চরে তার খামারে গরু মোটাতাজা করেন। তার খামারে মোট ৮ টি গরু ছিলো।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মসজিদে যান। নামাজ শেষে ফেরার পথে খামারে আগুন জ্বলতে দেখেন। এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু এর মধ্যে খামারের ৮টি গরুর মধ্যে দুটি দগ্ধ হয়ে মারা যায় এবং আরও দুটি গরু দগ্ধ হয়। খামার মালিকের অভিযোগ- পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তার দাবি, গরু দুটির মূল্য প্রায় ৫ লাখ টাকা, সাথে খামার পুড়ে যাওয়ায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা সুনির্দিষ্ট ভাবে জানাতে পারেননি তিনি।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর