গত ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর আমিরবাগ আবাসিকের এসআর ভবনের পেছনের অংশে সিসিটিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। বাসার দ্বিতীয় তলার গ্রিল কেটে রুমে প্রবেশ করেন একজন। তার পিছু পিছু আরও দুইজন ঢোকেন। গৃহকর্তার অনুপস্থিতিতে আলমারি ভেঙ্গে প্রায় ১২৩ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ডের চেইন ও নগদ অর্থ চুরি করে তারা।
এই স্বর্ণ চুরির ঘটনা নগরীতে আলোচনার ঝড় তুলে। প্রায় এক সপ্তাহ টানা অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্য ধরা পড়ে।
সিএমপির উপ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ধরা পড়া আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, বারিক বিল্ডিং এলাকায় ঝোপের নিচে স্বর্ণালংকার পুঁতে রাখা হয়েছে। পরে সেখানে থেকে ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
এর আগে গত ১৭ ডিসেম্বর একই কায়দায় নগরীর ষোলশহর এলাকায় একটি ভবনে প্রবাসীর বাসা থেকে চুরি হয় ১০০ ভরি স্বর্ণালংকার। এ ঘটনায় পরে ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার ও দেশের নানা প্রান্ত থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগীরা আশা করছেন, চুরি হওয়া বাকি স্বর্ণও উদ্ধার করবে পুলিশ।