দেশে এখন
0

বাণিজ্য মেলায় সাজসজ্জার স্টলে ক্রেতা সমাগম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনও তেমন জমে ওঠেনি বেচাকেনা। তবে নারীদের সাজসজ্জার স্টলগুলোতে কিছুটা ভিড়।

পোশাকের পাশাপাশি নারীর সাজসজ্জার অন্যতম অনুসঙ্গ গহনা। আছে বৈচিত্রময় নকশার ব্যাগ ও জুতা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতার আগ্রহের অনেকটাজুড়ে এসব পণ্য।

যুগোপযোগী ও নান্দনিক পণ্যের চাহিদাও বেশি। মেলায় তুলনামূলক ক্রেতা সমাগম বেশি সাজসজ্জার স্টলে। তবে মেলা মাত্র শুরু হওয়ায় বেচাকেনা এখনও তেমন জমেনি।

বিক্রেতারা বলছেন, 'প্রচণ্ড শীতের কারণে এখনও কেউ ঘর থেকে বের হতে চাচ্ছে না। মনে হয় ৪/৫ দিন পর বেচাকেনা বাড়বে।'

এবারের মেলায় সাড়ে তিন শতাধিক স্টলে রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের পণ্য। বিভিন্ন দেশের স্টলেও রয়েছে বাহারি ডিজাইনের গয়না, ব্যাগ, জুতার সমাহার।

ক্রেতারা বলেন, 'এখনও কেনাকাটা তেমন শুরু করিনি। দেখছি পছন্দ হয় কিনা। মেলায় তো আসলেই কিনতে ইচ্ছে করে। বিশেষ করে জুতা আর সাজসজ্জার প্রতি ঝোঁক বেশি।'

দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা। আবার অনেক দর্শনার্থী মেলা ঘুরেই ফিরছেন গন্তব্যে।

এক জায়গায় মিলছে অনেককিছু। সামনের ছুটির দিনগুলোতে জমে উঠবে মেলা এমটাই প্রত্যাশা বিক্রেতাদের।