দরজা-জানালার পর্দা, বিছানার চাদর কিংবা সোফার কুশন কভার, পরিবর্তন করলেই ঘরে নতুনত্ব ফিরে আসে। তাই ঘর সাজানো বা নতুনত্ব আনতে এসব পণ্যে ক্রেতাদের বেশ আগ্রহ।
বাণিজ্য মেলার আর সপ্তাহখানেক বাকি আছে। শেষ দিকে এসে মেলায় আগতদের একটি বড় অংশই ঢুঁ দিচ্ছেন হোম টেক্সটাইল সামগ্রীর প্যাভিলিয়ন ও স্টলে। যেখানে নানা নকশার বিছানার চাদর, লেপ ও কম্বল ছাড়াও পর্দা, কুশন কভার, বালিশের সমাহার আছে।
ক্রেতাদের আকৃষ্ট করতে হোম টেক্সের বিভিন্ন পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছেন বিক্রেতারা। তবে এতে শতভাগ সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের দাবি, মূল্যছাড়ের পরও দাম অনেকটাই বাড়তি।
একজন ক্রেতা বলেন, 'দামের তুলনা করলে বাজার চেয়ে আমার মনে হয় প্রায় একই। বরং এখানে ১০০ বা ২০০ টাকা বেশিই লাগছে।'
হোমটেক্সটাইল পণ্যের প্যাভিলিয়ন ও স্টলে কম-বেশি ভিড় দেখা গেলেও বেচাবিক্রির পরিমাণ কম বলছেন বিক্রেতারা। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মেলা শুরু হওয়াকেই দুষছেন তারা। তবে শেষ সপ্তাহে বিক্রি বৃদ্ধির আশা তাদের।
একজন বিক্রেতা বলেন. 'আমাদের শুক্রবার আর শনিবার বেচাকেনা ভালো হচ্ছে। কিন্তু বাকি দিনগুলো আর বিক্রি হচ্ছে না। যে কয়দিন বাকি আছে আশা করি ভালো হবে।'
সাপ্তাহিক ছুটির দিন না হলেও মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। তবে শেষ কয়েকদিনে উপস্থিতির পাশাপাশি কেনাকাটার পরিমাণও বাড়বে বলে আশা বিক্রেতাদের।