ঈদের আমেজে এবার রঙ ছড়াবে বৈশাখের হাওয়া। উৎসব পেয়েছে তাই অনন্য উচ্চতা। এমন সময়ে নিজেকে নতুন রূপ দেয়ার প্রতিযোগিতায় কে পিছিয়ে পড়তে চাইবে!
চট্টগ্রাম নগরের সেলুনগুলোতে তাই এখন ঈদ প্রস্তুতির ধুম। একসপ্তাহ থেকে ভিড় বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে আসছে নানা বয়সী মানুষ।
ও থ্রি সেলুনের পরিচালক জুয়েল বড়ুয়া বলেন, 'রোজা থাকার ফলে ত্বকে অনেক রকম প্রতিক্রিয়া থাকে। ফেসিয়ালের মাধ্যমে আমরা এগুলো দূর করার চেষ্টা করি।'
ঈদে নতুন সাজে নিজেকে সাজাতে পিছিয়ে নেই স্বল্প আয়ের মানুষেরাও। তবে অভিজাত সেলুন নয় পাড়ার মোড়ের ছোট্ট দোকান কিংবা ফুটপাত তাদের ভরসা।
তারা বলেন, ঈদ উপলক্ষে চুল-দাড়ি কাটা মুসলমানের জন্য প্রযোজ্য। শেভিং দোকানে গেলে তো অনেক টাকা লাগে। তাই এখানেই আসি।
ফুটপাতেই নিজেদের সাজসজ্জার কাজ করেন স্বল্প আয়ের মানুষ। ছবি: এখন টিভি
ঈদ মানে আনন্দ। আর সে আনন্দ শুধু পেশাকেই সীমাবদ্ধ নয়। আনন্দের মাত্রায় নতুন পালক জুড়তে চলছে সাজসজ্জা। তাতে চট্টগ্রামের মতো রাজশাহীর বিউটি পার্লারগুলোতেও বেড়েছে নানা বয়সী নারী ও তরুণীদের ভিড়।
ঈদ, বৈশাখ বা যেকোন আনন্দ আয়োজন। বিশেষ এই মুহূর্তগুলোতে নিজেকে একটু আলাদাভাবে দেখতে কে না পছন্দ করেন। আত্মবিশ্বাস বাড়াতে ও নিজেকে নান্দনিকরূপে উপস্থাপনে চলে সৌন্দর্য্যের পরিকল্পনা।
মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ। যত্নের কমতি থাকে না কোথাও। এ কারণে ঈদের আগে আগে সব বয়সী নারীদের ভিড় নগরীর বিভিন্ন পার্লারগুলোয়।
তারা বলেন, ঈদ উপলক্ষে আমরা কিছুটা সময় পেয়েছি, তাই এ সময়টাকে কাজে লাগাচ্ছি। সবাই তো চায় নিজেকে পরিপাটি করে রাখতে।
রাজশাহীতে এখন রৌদ্রজ্জ্বল রুক্ষ আবহাওয়া। তাতে বেহাল হাত-পা, ত্বক, শরীর। তাই হেয়ারকাট, হেয়ার কালার, ভ্রুপ্লাকসহ নানা সেবা নিতে পার্লারে আগমন।
ব্রাইডাল স্টুডিও এন্ড সেলুনের পরিচালক ফারিহা ফেরদৌস বলেন, 'এখন যেহেতু গরম তাই সবাই ফেসিয়াল, মেনিকিউর বেশি করছে। আর গরমে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়।'
রাজশাহী নগরীর কলাবাগান, আরডিএ মার্কেট, পদ্মা আবাসিকসহ উন্নত পার্লারগুলোয় ঈদ উপলক্ষে গ্রাহকের সংখা বেড়েছে কয়েকগুণ। চাঁদরাত পর্যন্ত একেক সেবায় একেক রকম ছাড়ও দিচ্ছে তারা।