ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিলো। সব বয়সী ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীদের স্রোতে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। তাই বিক্রেতাদের মুখে সন্তুষ্টির ছাপ দেখা গেছে।
মেলার শেষ সময়ে এসে ক্রেতা আকর্ষণের জন্য বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। দরদাম করে কেনার পাশাপাশি কেউ কেউ বুকিং দিয়ে যাচ্ছেন। এছাড়া নিকটস্থ শোরুম থেকে পণ্য সংগ্রহের সুযোগ রয়েছে।
বিক্রেতারা বলেন, ‘শেষ শুক্রবার উপলক্ষে বিভিন্ন পণ্যে আমরা ২০ শতাংশ করে ছাড় দিচ্ছি। বেচাকেনা খুব ভালো হচ্ছে।’
বাণিজ্য মেলা থেকে অনেক ক্রেতাই বিশেষ মূল্য ছাড়ে পণ্য কিনত মুখিয়ে থাকেন। আর ক্রেতাদের টানতে বিভিন্ন প্রতিষ্ঠান সাধ্যমতো ছাড় দেয়। অনেক ক্ষেত্রে আকর্ষণীয় মূল্য ছাড়ের পাশাপাশি একটি কিনলে আরেকটি ফ্রি কিংবা প্যাকেজ আকারে মূল্যহ্রাসের ঘোষণা রয়েছে।
বিভিন্ন পণ্যের ওপর ৫ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আর এ কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। মেলায় অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ক্রেতা দর্শনার্থী বেশি হওয়ায় কেনাবেচা ভালো হচ্ছে।
ক্রেতারা বলেন, ‘আমরা ছাড় পেয়ে অনেক কিছু কিনলাম। প্রথমদিকে ছাড় কম ছিলো, এখন ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করছে।’
মেলায় দর্শনার্থী বাড়তে থাকায় এ সময় বিক্রেতাদের ব্যস্ততা বেড়ে যায়। আশানুরুপ ক্রেতা-দর্শনার্থী পেয়ে বিক্রেতারাও খুশি।