তিনি বলেছেন, ‘আমি দল বা সরকারের কখনও কোন পদের প্রত্যাশা করি না। তবে যখন যে দায়িত্ব পাই তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করি।’
মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, ‘উপমন্ত্রী থাকাকালীন চেষ্টা করেছি সততার সাথে সব কাজ করতে। মাননীয় প্রধানমন্ত্রী সে কারণেই হয়তো আমার ওপর আস্থা রেখেছেন। আমাকে মন্ত্রীর তালিকায় রাখায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’
যে মন্ত্রণালয়েরই দায়িত্ব দেয়া হোক, সেখানে আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবেন বলেও তিনি জানান।