প্লট নেয়া ৬ জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।
আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) বিকেলে দুদকের ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
এ সময় বলা হয়, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচলের ২৭ সেক্টরে কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি দখলে নেন।
বিষয়টি সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।