দেশে এখন
0

'প্রশাসনসহ বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে'

প্রশাসনসহ বিভিন্ন স্তরে এখনো পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা রয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার করেই নির্বাচন দিতে হবে, তবে কালক্ষেপণ করা ঠিক হবে না।

আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনা শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে জামায়াতে ইসলামীর রমনা থানা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করার কারণে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত দল হিসেবে পরিচিত হয়েছে মন্তব্য করেন নেতারা।

এসময় মুজিবুর রহমান বলেন, 'পতিত হওয়ার পরও দেশে স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে দলটি। তাই দেশের সকল ধর্ম-বর্ণ-দল-মতের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে আওয়ামী অপচেষ্টা মোকাবিলা করতে হবে।'

সাংবিধানিকভাবে গণতন্ত্রকে ধ্বংস করে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতাকে কুক্ষিগত করেছিলো বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই নায়েবে আমীর।

এসএস