সাময়িকভাবে উন্মুক্ত হলেও সাংবাদিকদের তথ্য ফাঁস হয়নি: ইসি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র প্রদানের ওয়েবসাইটে সাময়িকভাবে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলেও কোনো ফাঁস বা হ্যাকের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে সাইট সম্পূর্ণ বন্ধ ও নিরাপদ অবস্থায় রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক আজ (শনিবার, ৩১ জানুয়ারি) মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘সাইট ডাউন করার সময় সার্ভারটি সাময়িকভাবে ওপেন ছিল। ওই কয়েক মিনিটে যারা প্রবেশের চেষ্টা করেছে, তারা অ্যাডমিন প্যানেল দেখতে পেয়েছে। এ কারণেই অনেকের মনে হয়েছে সাইট হ্যাক হয়েছে বা তথ্য পাচার হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়।’

এরই সঙ্গে তথ্য ফাঁসের আশঙ্কা নাকচ করে তিনি বলেন, ‘সাইট এখন পুরোপুরি বন্ধ। সেখানে কারো প্রবেশের কোনো সুযোগ নেই। কোনো ধরনের ডাটা লিক বা হ্যাক হওয়ার ঘটনাও ঘটেনি।’

উল্লেখ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র (কার্ড) দেয়ার জন্য চালু করা নির্বাচন কমিশনের (ইসি) একটি ওয়েবসাইটে বিকেলের দিকে সাময়িকভাবে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়ার ঘটনা ঘটেছিল।

ইসির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যায়, বিকেল ৪টার পর কেউ লগইন করে ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসছে। ওয়েবসাইটের হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশন চলে আসছিল।

এএম