আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে: ফাওজুল কবির খান

সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ | ছবি: এখন টিভি
0

আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবহন গাড়ি চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমলাতন্ত্র আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। জনস্বার্থ শব্দটা আমলাদের মাথায় পেরেক দিয়ে ঢুকিয়ে দিতে হবে।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘হর্ন বাজালে গতি নিয়ন্ত্রণে আসবে রাস্তায় মানুষের প্রাণ বাঁচবে।’ ট্রাফিক সার্জেন্ট রাস্তায় জরিমানা শুরু করলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে বলেও জানান তিনি।

তাছাড়া বিআরটিসি গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় যা পরিবেশকে দূষিত করে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ চুরিতে শব্দ দূষণ ও বায়ু দূষণে প্রথম যা দেশের জন্য লজ্জাজনক বলেও না জানান বক্তারা।

ইএ