গণভোটের পক্ষে সরাসরি ‘না বলাই ভালো’—রিটার্নিং কর্মকর্তাদের ইসি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ | ছবি: এখন টিভি
0

গণভোটের পক্ষে সরাসরি মানুষকে বলতে রিটার্নিং কর্মকর্তাদের ‘নিরুৎসাহিত’ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সকালে এখন টিভিকে মুঠোফোনে এ তথ্য জানান তিনি।

ইসি মাসউদকে প্রশ্ন করা হয়, গণভোটের পক্ষে-বিপক্ষে নির্বাচনি কর্মকর্তাদের অবস্থানে ইসির নির্দেশনার বিষয়ে।

জবাবে তিনি বলেন, ‘নির্দেশনা দিইনি, আমরা বলেছি যে, “হ্যাঁ/না” ভোটে রিটার্নিং অফিসাররা ভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে, নির্বাচন কমিশনও করতেছে পক্ষে-বিপক্ষে। কিন্তু সরাসরি মানুষকে পক্ষে দেবে—এটা সরকারি কর্মকর্তারা না বলাই ভালো।’

এসএইচ