একনজরে: ইমাম-মুয়াজ্জিনদের জাতীয় পে স্কেল ও গ্রেড
- মূল ঘোষণা: সরকারি ও মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এখন থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন পাবেন।
- আওতাভুক্ত মসজিদ: বায়তুল মোকাররমসহ সরকার পরিচালিত মসজিদ এবং নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদ।
- বেতন প্রদানকারী: সরকারি তহবিল অথবা ইসলামিক ফাউন্ডেশন।
- বেসরকারি মসজিদ: স্থানীয় বা বেসরকারি মসজিদের বেতন প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট মসজিদ কমিটির হাতেই থাকবে।
- মূল লক্ষ্য: মসজিদের জনবল কাঠামো শক্তিশালী করা এবং বেতন বৈষম্য দূর করা।
আরও পড়ুন:
কারা পাবেন এই সুবিধা? (Who will get Pay Scale Benefits)
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো এবং দেশব্যাপী নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের (560 Model Mosques) ইমাম ও মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের (Islamic Foundation Bangladesh) মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন। তবে বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর (Private or Local Mosques) কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব আগের মতোই স্থানীয় কমিটির হাতেই থাকবে।
গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো
সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেড, পেশ ইমাম: ষষ্ঠ গ্রেড, ইমাম: নবম গ্রেড, মুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেড, খাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেড, অন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২০তম গ্রেড
আরও পড়ুন:
মসজিদ জনবলের নির্ধারিত বেতন গ্রেড
পদের নাম নির্ধারিত গ্রেড (Grade) সিনিয়র পেশ ইমাম পঞ্চম গ্রেড পেশ ইমাম ষষ্ঠ গ্রেড ইমাম নবম গ্রেড প্রধান মুয়াজ্জিন দশম গ্রেড সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেড প্রধান খাদিম ১৫তম গ্রেড সাধারণ খাদিম ১৬তম গ্রেড নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী ২০তম গ্রেড
বি.দ্র. খতিবদের সম্মানী বা বেতন সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত হবে।
আরও পড়ুন:
নির্ধারিত গ্রেডসমূহ: মসজিদ জনবলের নির্ধারিত বেতন গ্রেড (Salary Grades for Mosque Employees)
সরকারি গেজেট অনুযায়ী মসজিদের জনবলকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর (Salary Grade List) আওতায় নিম্নোক্ত গ্রেডগুলোতে ভাগ করা হয়েছে:
পদের নাম (বাংলায়) পদের নাম (English) নির্ধারিত গ্রেড (Grade) বেতন স্কেল (২০১৫ অনুযায়ী) সিনিয়র পেশ ইমাম Senior Pesh Imam ৫ম গ্রেড ৪৩,০০০ - ৬৯,৮৫০/- পেশ ইমাম Pesh Imam ৬ষ্ঠ গ্রেড ৩৫,৫০০ - ৬৭,০১০/- ইমাম Imam ৯ম গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/- প্রধান মুয়াজ্জিন Head Muezzin ১০ম গ্রেড ১৬,০০০ - ৩৮,৬৪০/- সাধারণ মুয়াজ্জিন General Muezzin ১১তম গ্রেড ১২,৫০০ - ৩০,২৩০/- প্রধান খাদিম Head Khadim ১৫তম গ্রেড ৯,৭০০ - ২৩,৪৯০/- সাধারণ খাদিম General Khadim ১৬তম গ্রেড ৯,৩০০ - ২২,৪৯০/- নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী Security & Cleaners ২০তম গ্রেড ৮,২৫০ - ২০,০১০/-
উল্লেখ্য যে, মসজিদের খতিবদের (Khatib Salary Update) সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।
আরও পড়ুন:
মডেল মসজিদের পদভিত্তিক আনুমানিক মাসিক বেতনের হিসাব (Estimated Gross Salary)
৫৬০টি মডেল মসজিদের জন্য নির্ধারিত জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, বিভিন্ন পদের প্রারম্ভিক মূল বেতন (Basic Salary) এবং আনুমানিক মোট বেতনের (Gross Salary) একটি হিসাব নিচে দেওয়া হলো। প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী হিসেবে ইমাম-মুয়াজ্জিনরা মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া (House Rent), চিকিৎসা ভাতা (Medical Allowance) এবং অন্যান্য সুবিধা পাবেন।
পদের নাম নির্ধারিত গ্রেড মূল বেতন (Basic) আনুমানিক মোট বেতন (Gross)* ইমাম (ইফাসো পদবি) ৯ম গ্রেড ২২,০০০/- ৩৫,০০০ - ৩৭,০০০/- মুয়াজ্জিন (সাধারণ) ১১তম গ্রেড ১২,৫০০/- ২০,০০০ - ২২,০০০/- খাদিম (সাধারণ) ১৬তম গ্রেড ৯,৩০০/- ১৫,৫০০ - ১৭,০০০/- নিরাপত্তা প্রহরী ২০তম গ্রেড ৮,২৫০/- ১৪,০০০ - ১৫,০০০/-
দ্রষ্টব্য: মোট বেতনের পরিমাণ কর্মস্থল (শহর বা গ্রাম) এবং সরকারি ভাতাদির হার পরিবর্তনের ওপর নির্ভর করে কিছুটা কম-বেশি হতে পারে।
আরও পড়ুন:





