অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সঙ্গে নিয়ে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন। এসময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। তবে প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি চাকরিজীবীরা খুশি হবেন, এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে। সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বাস্তবায়ন এ সরকারের সময়ে হবে কি না, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এ প্রস্তাব তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় অর্জন বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।’
আরও পড়ুন:
২০১৫ সালের বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। গত দশ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি-দাওয়া উত্থাপন করেন সরকারি চাকরিজীবীরা। গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে।
এর আগে গত সোমবার চাঁদপুরে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে। তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
আরও পড়ুন:
উপদেষ্টা বলেন, ‘পে-স্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব। তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।’





