এদিকে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে সংগঠনটি। চার দফা দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ট্রাক যোগে প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ছাত্র জনতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দ্রুত ভারত থেকে হাদির খুনিদের ফিরিয়ে আনতে হবে। এ সরকার থাকা কালেই হাদির হত্যার বিচার শেষ করতে হবে।’
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুন:
অন্যদিকে আজ হাদি হত্যার বিষয়ে ব্রিফ করেছে পুলিশ। ব্রিফে যুবলীগ নেতা ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এ হত্যাকাণ্ড। এই হত্যা মামলায় পলাকত ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক আছেন ৬ জন।





