২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। সেসময় দেশে এসে ভাইয়ের শেষকার্যে অংশ নিতে পারেননি তিনি।
আজ প্রথমবারের মতো কোকোর কবর জিয়ারত করতে গেলেন তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন:
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন।
পরদিন গতকাল জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
এরপর একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল রাত ১০টার কিছু সময় পর তাকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশ করে। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী ছিলেন।
তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি হাদির কবর জিয়ারত করেন। এর পর নির্বাচন কমিশনে গিয়ে এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন তিনি।





