একনজরে: এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ফরম পূরণ ২০২৬
- কার্যক্রম শুরু: ২৮ ডিসেম্বর ২০২৫।
- প্রথম ধাপ (বিনা বিলম্বে): ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
- দ্বিতীয় ধাপ (৩০০ টাকা বিলম্ব ফি): ৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
- তৃতীয় ধাপ (৩০০ টাকা বিলম্ব ফি + ২৫০০ টাকা প্রতিষ্ঠান জরিমানা): ২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
- ফি জমা দেওয়ার সময়: ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ (সোনালী ব্যাংকের মাধ্যমে)।
- রুটিন প্রকাশ: সম্ভবত ২০২৬ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে।
- পরীক্ষা শুরু: সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে সাধারণ এসএসসি পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে শুরু হয়।
আরও পড়ুন:
এসএসসি ভোকেশনাল ২০২৬ এর ফরম পূরণের সময়সূচি (Form Fill-up Schedule)
কারিগরি বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফরম পূরণ প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে:
১. প্রথম ধাপ (বিনা বিলম্বে): ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কোনো বিলম্ব ফি (Late Fee) ছাড়াই ফরম পূরণ করা যাবে।
২. দ্বিতীয় ধাপ (বিলম্ব ফি-সহ): ৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে।
৩. তৃতীয় ধাপ (জরিমানা-সহ): ২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ টাকা বিলম্ব ফি এবং অতিরিক্ত ২,৫০০ টাকা প্রাতিষ্ঠানিক জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে।
আরও পড়ুন:
২০২৬ সালের এসএসসি ও দাখিল এর ফি জমা ও অনলাইন ডাটা এন্ট্রি (Fee Submission & Online Entry)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের ফরম ফি সোনালী ব্যাংকের (Sonali Bank) মাধ্যমে ১২ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এছাড়া অনলাইনে শিক্ষার্থীদের টিসি (TC - Theory Continuous) ও পিসি (PC - Practical Continuous) নম্বর সঠিকভাবে এন্ট্রি থাকতে হবে। যদি কোনো শিক্ষার্থীর এই নম্বরগুলো এন্ট্রি না থাকে বা ফেল মার্ক দেওয়া থাকে, তবে তাদের নাম 'প্রোবাবল লিস্ট' বা সম্ভাব্য তালিকায় আসবে না এবং তারা ফরম পূরণ করতে পারবে না।
২০২২ সেশনের শিক্ষার্থী যারা নবায়ন বা রেজিস্ট্রেশন আপডেট করেছে, তারা অনলাইনে তথ্য পাওয়া সাপেক্ষে ফরম পূরণ করতে পারবে। তবে নবায়ন করা না থাকলে তাদের প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে না।
আরও পড়ুন:
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার পূর্ণাঙ্গ ফি কাঠামো
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনানুযায়ী, ফরম পূরণের জন্য নির্ধারিত ফিগুলো নিম্নরূপ:
খাতের নাম (Fee Components) নির্ধারিত ফি (টাকা) পরীক্ষার ফি (Exam Fee) ৮০০ টাকা কেন্দ্র ফি (Center Fee) ৩০০ টাকা নম্বরপত্র ফি (Marksheet Fee) ৮০ টাকা সনদ ফি (Certificate Fee) ১২০ টাকা ব্যবহারিক প্রশিক্ষণ ফি (Practical Training Fee) ১৫০ টাকা ব্যবহারিক কেন্দ্র ফি (Practical Center Fee) ১৫০ টাকা ব্যবহারিক পরীক্ষার ফি (Practical Exam Fee - ৬ বিষয়) ২১০ টাকা সংযোগ রক্ষাকারী ফি (Communication Fee) ৮০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে) বিলম্ব ফি (Late Fee) ৩০০ টাকা (সময়সীমা পার হলে)
আরও পড়ুন:
দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাসে হবে ২০২৬ সালের ভোকেশনাল এসএসসি ও দাখিল পরীক্ষা
২০২৬ সালের এসএসসি ভোকেশনাল (SSC Vocational) ও দাখিল ভোকেশনাল পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী বছরের এই পাবলিক পরীক্ষাগুলো দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাসের (Class 10 Full Syllabus) ওপর ভিত্তি করে নেওয়া হবে। একইসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণমান ও পূর্ণ সময়ে (Full Marks & Full Time)।
বোর্ড আরও জানিয়েছে, যারা ২০২৫ সালে উত্তীর্ণ হয়েছে কিন্তু ফলাফল ভালো করতে চায়, তারা মান উন্নয়ন (Improvement Exam) পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তবে তাদের নিয়মিত শিক্ষার্থীদের মতো সব বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং অতিরিক্ত ৫০০ টাকা মান উন্নয়ন ফি (Improvement Fee) জমা দিতে হবে।





